সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পশ্চিম তীরকেও ইসরায়েলের মানচিত্রে ঢোকাতে চান নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনর্নির্বাচিত হলে পশ্চিম তীরের সব ইহুদি বসতীকে ইসরায়েলের অংশ করে নেবেন বলে ঘোষণা দিয়েছেন। বিবিসি

মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে মিস্টার নেতানিয়াহুকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে দক্ষিণপন্থী দলগুলোর সঙ্গেÑ যারা চায় পশ্চিম তীরের অংশবিশেষ ইসরায়েল নিজের সীমানার মধ্যে ঢুকিয়ে নিক। পশ্চিম তীরে ইসরায়েল যেসব ইহুদি বসতী গড়ে তুলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সেগুলো অবৈধ। তবে ইসরায়েল তা মনে করে না।

ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে যে গোলান মালভূমি দখল করে নেয়, সেটিকে নিজের সীমানায় ডুকিয়ে নিয়েছিল আন্তর্জাতিক আইন অমান্য করে। গত মাসে যুক্তরাষ্ট্র গোলান মালভূমিকে ইসরায়েলের ভূমি বলে স্বীকৃতি দিয়েছে।

সর্বশেষ খবর