সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

‘আজান ধ্বনিত হোক সব সরকারি স্থানে’

‘আজান ধ্বনিত হোক সব সরকারি স্থানে’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের মানুষ সব সময় আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকবে বলে মনে করেন  দেশটির সুলতান হাসানাল বলকিয়াহ। তিনি বলেন, আমি চাই সব সরকারি স্থানে আজান ধ্বনিত হোক, যাতে মানুষ বুঝতে পারে যে এটা তাদের ধর্মীয় দায়িত্ব। ধর্ষণ, ব্যাভিচার, সমকামিতা, ডাকাতি এবং মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে অপমান বা অবমাননার জন্য মৃত্যুর বিধান রেখে গত বুধবার শরিয়া আইন চালু হয়েছে ব্রুনাইয়ে। এদিন দেশটির রাজধানী বন্দর সেরি  বেগাওয়ানে টেলিভিশনে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে সুলতান বলেন, আমি জোর দিয়ে বলতে চাই ব্রুনাই সব সময় আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকবে।

সর্বশেষ খবর