বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ব্রেক্সিট কার্যকরের সময় বাড়াচ্ছে ইইউ

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রেক্সিট কার্যকরের সময়সীমা বাড়াতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল ব্রাসেলসের জরুরি সম্মেলন এ সিদ্ধান্ত নিচ্ছে বলে ধারণা পাওয়া গেছে। শুক্রবারের চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরের ঝুঁকি এড়াতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সময় বাড়ানোর আবেদন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। বিষয়টি নিয়ে এর মধ্যে জোটের বড় দুই শক্তি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দেখা করেছেন মে। গতকালের বৈঠকে ব্রেক্সিট কার্যকরে দ্বিতীয় দফা সময় বাড়ালেও নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তেরেসা মে ১২ এপ্রিলের পরিবর্তে ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর আবেদন জানালেও তা এক বছরের জন্য বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। যার মেয়াদ হবে ২০২০ সালের মার্চ পর্যন্ত। ইইউ কূটনীতিকদের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে রয়টার্স। তবে এ ক্ষেত্রে লন্ডনে ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা দূর হলে মেয়াদের আগেই ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে ব্রিটেন। এদিকে ব্রাসেলসের সম্মেলনের আগের দিন মের সঙ্গে বৈঠকে তার প্রস্তাব নিয়ে মেরকেল ও ম্যাক্রোঁ একমত হয়েছেন কিনা সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে শর্তসাপেক্ষে ব্রিটেনকে ব্রেক্সিট কার্যকরে আরেক দফা সময় দেওয়া হচ্ছে, জরুরি সম্মেলনের জন্য তৈরি অগ্রিম একটি খসড়ায় এমন কথার উল্লেখ রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

 ‘যুক্তরাজ্যকে ইউনিয়নের অর্জনকে ধারণ করতে হবে এবং ইউনিয়নের লক্ষ্য বিচ্যুত হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে’, বলা হয়েছে খসড়ায়। যদিও এখনো সদস্য হিসেবে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা যুক্তরাজ্যের রয়েছে। খসড়ায় ব্রেক্সিট কার্যকরে সময়সীমা বৃদ্ধির জায়গাটি খালি রাখা হয়েছে বলেও জানিয়েছে রয়টার্স।

সর্বশেষ খবর