শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড

১০০ বছর পর দুঃখপ্রকাশ ব্রিটেনের

পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগ। ১৯১৯ সালের ১৩ এপ্রিল সেখানে ভারতীয়দের একটি প্রতিবাদ সভায় ব্রিটিশ জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালায়। ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী, নিহত হয়েছিলেন নারী, পুরুষ, শিশুসহ ৩৭৯ জন, আহত হয়েছিলেন অন্তত ১২০০ জন। ওই ঘটনার প্রতিবাদে ‘নাইটহুড’ ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আগামীকাল ওই হত্যাকাণ্ডের ১০০ বছর। ওই ঘটনাকে ব্রিটিশ-ভারতের ইতিহাসে ‘কলঙ্কের দাগ’ বলে চিহ্নিত করে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। হাউস অব কমন্সে সাপ্তাহিক প্রশ্নোত্তরের সময় জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড প্রসঙ্গ তোলেন তেরেসা। ১৯৯৭ সালে জালিয়ানওয়ালা বাগ সফরের আগে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছিলেন, ওই ঘটনা ব্রিটিশ ভারতের ইতিহাসে বেদনার উদাহরণ। ওই হত্যাকাণ্ডের জন্য  কোনো ক্ষমা চাওয়া হয়নি।

সর্বশেষ খবর