শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সুদানে কারফিউ ভেঙে বিক্ষোভ

সুদানে কারফিউ ভেঙে বিক্ষোভ

বিক্ষোভে অংশ নেন সব বয়সের মানুষ -এএফপি

সুদানে নতুন সামরিক পরিষদের দেওয়া সান্ধ্য আইন অমান্য করে রাজধানী খার্তুমের সড়কগুলোয় এখনো বিপুলসংখ্যক আন্দোলনকারী অবস্থান করছেন। তিন দশক ধরে দেশ শাসন করা ওমর আল বশিরকে উৎখাত করে সামরিক পরিষদ বৃহস্পতিবার রাতে ছয় ঘণ্টার ওই সান্ধ্য আইন জারি করে। বিক্ষোভকারী বলছেন, সামরিক সরকার ক্ষমতা নিলেও এটা আগের শাসনেরই ধারাবাহিকতা মাত্র। তাই নতুন করে বেসামরিক সরকারের দাবি তুলেছেন তারা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অনুগত প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে আওফ সামরিক সরকারের নেতৃত্বে রয়েছেন। তিনি আগামী দুই বছরের মধ্যে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। সুদানে দীর্ঘ দিন ধরেই প্রেসিডেন্ট বিরোধী আন্দোলন চলছিল। কিন্তু প্রেসিডেন্টকে উৎখাত করে তারই অনুগত প্রতিরক্ষামন্ত্রী সামরিক সরকারের প্রধানের পদে বসায় আন্দোলনকারীরা নতুন সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। তারা বলছেন, নতুন শাসক পূর্বের সরকারেরই অংশ। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বর্তমানে সুদানের সামরিক সরকার তাকে কারাগারে রেখেছে। এখন তার ভাগ্যে কী ঘটতে চলেছে তা পরিষ্কার নয়।

 

সর্বশেষ খবর