শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অ্যাসাঞ্জকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের হাত

অ্যাসাঞ্জকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের হাত

সাত বছর ধরে লন্ডনে একুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে থাকা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের অনুরোধেই গ্রেফতার করেছে যুক্তরাজ্য। অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। আফগান ও ইরাক যুদ্ধ নিয়ে তার প্রকাশ করা নথিতে চরম বেকায়দায় পড়েছিল যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগন। সে সময় যুক্তরাষ্ট্রের ইন্ধনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা হয় সুইডেনে। গ্রেফতার এড়াতে ২০১২ সালে অ্যাসাঞ্জ লন্ডনে একুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। তারপর  থেকে তিনি সেখানেই ছিলেন। এর মধ্যে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন অ্যাসাঞ্জ। এর জন্য তার এক বছরের সাজা হতে পারে। তবে ওই সাজা ঘোষণা হবে আগামী মাসে। এদিকে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার বন্দী বিনিময় চুক্তি অনুসারে অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অ্যাসাঞ্জকে গ্রেফতারের ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। এদিকে অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্র। কম্পিউটার হ্যাক করে তথ্য ফাঁসের ষড়যন্ত্রের অভিযোগ এনে ওই মামলা করা হয়েছে। গত বছর এ সংক্রান্ত নথি ফাঁস হয়েছিল। অর্থাৎ এ মামলার প্রস্তুতি অনেক আগেই নিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর