রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলে পাশবিক নির্যাতনের শিকার

দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতন ক্রমাগত চলছেই। শান্তি প্রতিষ্ঠায় এখনো পর্যন্ত জোরালো কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি আন্তর্জাতিক সম্প্রদায়কে। এরই মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে নারী ও শিশুসহ অন্তত ১ হাজার ৬০০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে ২৩০ জন শিশু ও কমপক্ষে ৪০ জন নারী। এই আটক অভিযান অব্যাহত রয়েছে। গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) পাবলিক ডিপ্লোমেসি ও পলিসি বিভাগের পক্ষ থেকে এই হিসাব দেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকে ইসরায়েল যেসব ফিলিস্তিনিদের আটক করেছে তাদের মধ্যে ৫০০ জনকে প্রশাসনিকভাবে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর