রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ে হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণ ঘটিয়ে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকালে অজ্ঞাত বন্দুকধারীরা মন্ত্রণালয়টিতে এ হামলা চালিয়েছে। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকার যে বহুতল ভবনটিতে তথ্য মন্ত্রণালয়ের অবস্থান তার প্রবেশ পথে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে হামলা শুরু হয়। এরপর শুরু হয় গুলি, যার শব্দ মাইলখানেক দূর থেকেও শোনা গেছে। তিন বন্দুকধারী হামলাটি চালিয়েছে এবং তাদের মধ্যে একজন ভবনটির ভিতরে প্রবেশ করতে সক্ষম হয় বলে বিবিসিকে জানিয়েছে মন্ত্রণালয়টির একটি সূত্র। বিকালের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি রয়টার্সকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত দুই হামলাকারী নিহত হয়েছে এবং তারপর থেকে গুলির শব্দ আর শোনা যায়নি। অপর এক হামলাকারী সীমানা দেয়ালের কাছে নিজের শরীরে বাধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এরপরও ঘটনা শেষ হয়েছে বলে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ভবনটির আশপাশের এলাকা বন্ধ করে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবানের বিদ্রোহীদের সঙ্গে সরকারের আলোচনা স্থগিত হওয়ার পরপর হামলার ঘটনাটি ঘটেছে।

সর্বশেষ খবর