শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী বাংলাদেশি রাবিনা

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী বাংলাদেশি রাবিনা

আগামী মাসে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনে লড়ছেন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর রাবিনা খান। মূলধারার রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টির ব্রেক্সিটবিরোধী অবস্থান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। রাবিনার মন্তব্য, যুক্তরাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের বিপক্ষে অবস্থান তার দলের। ‘রিমেইন’-এর (ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়া) পক্ষে প্রচারণা করছেন তিনি। যুক্তরাজ্যে ইইউ পার্লামেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ২৩ মে। প্রধানমন্ত্রী তেরেসা  মে এই নির্বাচনে অংশ নিতে অনাগ্রহী ছিলেন। তবে ব্রেক্সিটের নির্ধারিত তারিখ ৬ মাস পিছিয়ে যাওয়ায়  নির্বাচনে যুক্তরাজ্যের অংশগ্রহণের বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে। তিন সন্তানের মা। ৪৬ বছর বয়সী এই নারীর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। বর্তমানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শাডওয়েল ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর তিনি।

সর্বশেষ খবর