শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কথিত বাংলাদেশি অভিবাসী ইস্যুতে উত্তপ্ত ভারতের সুপ্রিম কোর্ট

আসামে বাংলাদেশি কথিত অভিবাসী ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শুনানিতে আদালত বলেছে, লোকসভা নির্বাচনে অবৈধ অভিবাসীরা ওই রাজ্যে ভোট দিচ্ছেন। কিন্তু রাজ্য সরকার তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তাদের নাম ভোটার তালিকায় আছে এবং তারা নির্বাচনী রাজনীতিতে ভূমিকা রাখছেন। এ ঘটনার জন্য আসামের মুখ্যসচিবকে দায়ী করে আদালত।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বাংলাদেশি অভিবাসীদের নাম উল্লেখ না করেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আসাম রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। এ জন্যই সমালোচনা যে, রাজ্য সরকার ‘বিদেশি’দের মুক্তি দিয়ে তাদের পক্ষে কাজ করছে। বিভিন্ন বন্দী শিবিরে আটক বিদেশিদের রাজ্য সরকার মুক্তির জন্য আদালতের অনুমোদন চাইছে বলেও বেঞ্চ এর সমালোচনা করেছে।

সর্বশেষ খবর