শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপে

মার্কিন হামলায় নিহত ১৬০০

সিরিয়ার রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও স্থল অভিযানে অন্তত ১৬০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও পর্যবেক্ষণ সংস্থা এয়ারওয়াস জানায়, তারা ২০০টি স্থানে বিমান হামলা নিয়ে তদন্ত করে এক হাজার নিহতের পরিচয় জানতে  পেরেছেন। ২০১১ সালে জঙ্গি সংগঠন আইএস রাক্কাকে রাজধানী ঘোষণা করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ‘জিহাদ’ শুরু করে। তবে এখন পুরো এলাকা ছাড়া আইএস।

 

ভূমিধসে নিহত ৭৩

দক্ষিণ আফ্রিকায় টানা বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৭০ পেরিয়ে গেছে। উদ্ধারকর্মীরা এখনো পূর্ব উপকূলের বিভিন্ন এলাকা থেকে হতাহতদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নিহতদের বেশিরভাগই কাজুলু-নাতাল প্রদেশের বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ এলাকায় প্রায় প্রতি বছরই হঠাৎ বৃষ্টি-বন্যা ও ভূমিধস দেখা গেলেও এত স্বল্প সময়ে বিপুল প্রাণহানির ঘটনা বিরল। কাজুলু-নাতাল প্রদেশের ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়িই নিয়ম না মেনে বানানো হয়েছিল, বলছে রয়টার্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর