রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অস্ত্র বাণিজ্য চুক্তি থেকেও সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

জলবায়ু চুক্তির পর এবার জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তি (এটিটি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে অস্ত্রের কেনাবেচা নিয়ন্ত্রণে ২০১৩ সালে জাতিসংঘের উদ্যোগে ১৩০টি দেশ অস্ত্র বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, অস্ত্র রপ্তানিকারক দেশকে অস্ত্র বাণিজ্যের প্রতিবেদন জাতিসংঘকে দিতে হবে এবং তাদের অস্ত্র কোনোভাবে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করা হচ্ছে কিনা তার মূল্যায়নও তাদেরই করতে হবে। ইন্ডিয়ানাপলিসে শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের স্বাক্ষর ফিরিয়ে নিচ্ছি।’

সর্বশেষ খবর