সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
লোকসভা নির্বাচন

চাষির ছেলেকে মানতে রাজি কিন্তু মোদিকে নয় : মমতা

দীপক দেবনাথ, কলকাতা

একজন চাষি বা শ্রমিকের ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি হলেও নরেন্দ্র মোদিকে ওই পদে মেনে নিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে এক নির্বাচনী প্রচারণায় মমতা বলেন, দেশের আপনাকে প্রয়োজন নেই। দরকার হলে চাষির ছেলে প্রধানমন্ত্রীর হওয়ার যোগ্য, আপনি নন। মজদুরের (শ্রমিক) ছেলে, রিক্সা চালায়...তাদেরকেও প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেব কিন্তু আপনাকে নয়। কারণ মজদুরের ছেলের মধ্যে দেশপ্রেম রয়েছে। আপনার নেই।’ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিবার নিয়েও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি-তুমি কে হে ভাই? কোথা থেকে এসেছ ভাই? তোমার পরিচয় কি? জীবনে মাকে সম্মান দাওনি, বউকেও সম্মান দাওনি। তুমি তো নিজের বউয়ের পরিচয় দিতেও লজ্জা পাও, সেখানে মানুষের পরিচয় কি দেবে?’

সর্বশেষ খবর