শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

রমজানে ভোটের সময় এগিয়ে আনতে আগ্রহী সুপ্রিম কোর্ট

কলকাতা প্রতিনিধি

রমজানে ভোটের সময় এগিয়ে আনতে আগ্রহী সুপ্রিম কোর্ট

রমজান মাসে ভারতে চলমান লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের সময়সীমা এগিয়ে আনার ব্যাপারে দেশটির নির্বাচন কমিশনকে ভেবে দেখার নির্দেশ দিল দেশটির সুপ্রিম কোর্ট। রমজান মাসের সময় ভোট গ্রহণের সময়সীমা সকাল ৭টার পরিবর্তে দুই  ঘণ্টা এগিয়ে ভোর ৫টায় করা যায় কি না- এ সম্পর্কিত একটি মামলার পরিপ্রেক্ষিতে গতকাল (বৃহস্পতিবার) শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে ভেবে দেখার নির্দেশ দিয়েছে। রমজান ছাড়াও আরও একটি কারণ হলো রাজস্থানসহ কয়েকটি রাজ্যে প্রচন্ড  দাবদাহ। ভারতে সাত পর্বের সপ্তদশ লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই চতুর্থ পর্বের ভোট শেষ। বাকি রয়েছে আরও তিন পর্ব। এই পর্বের ভোট হবে যথাক্রমে ৬, ১২ ও ১৯ মে। কিন্তু এরই মধ্যে আগামী ৭/৮ মে থেকে শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। তাছাড়াও রাজস্থানসহ ভারতের কয়েকটি রাজ্যে সেসময় গ্রীষ্মের প্রখর দাবদাহ থাকে। এ ব্যাপারে শীর্ষ আদালতে দায়ের করা একটি মামলায় বলা হয়েছে ‘প্রচন্ড  দাবদাহের কারণে মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষে সারা দিন ধরে ভোটে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।’ এ ব্যাপারে শীর্ষ আদালতকে বিষয়টিতে হস্তক্ষেপ করে নির্বাচন কমিশনকে ভোটের সময়সীমা এগিয়ে আনার জন্য নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়।

সর্বশেষ খবর