শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

স্বচ্ছতার জন্য মেয়র যা করলেন

স্বচ্ছতার জন্য মেয়র যা করলেন

তুরস্কের তুনজেলি নগরের নতুন মেয়র ফাতিহ মেকোগলু। গত ৩১ মার্চের স্থানীয় নির্বাচনে তিনি আনাতোলিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত তুনজেলির মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে করা তাঁর প্রথম কাজ দেশজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তিনি তাঁর মেয়র কার্যালয়ের বাইরের দেয়ালগুলো ভেঙে ফেলেছেন। মেয়র হিসেবে কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি এ ব্যবস্থা নেন। শুধু এটাই নয়; আরও কিছু কাজের জন্যও আলোচনায় আছেন ৫০ বছর বয়সী মেয়র ফাতিহ মেকোগলু। তিনি তাঁর জন্য বরাদ্দ সরকারি গাড়ি নেননি। জনগণের অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে, তা যেন জনগণ দেখতে পান, সে জন্য তিনি মেয়র কার্যালয়ের সামনের ভবনে ব্যানারে অর্থনৈতিক খতিয়ান টাঙিয়ে রেখেছেন। তিনি তুরস্কের একমাত্র কমিউনিস্ট দল কমিউনিস্ট পার্টি অব তুর্কির (টিকেপি) মেয়র। তাঁর এসব কর্মকান্ড সাধারণ মানুষের মন কেড়ে নিলেও সমালোচনার জন্ম দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একেপি পার্টির লোকজনের মধ্যে। দলটির নেতা-কর্মীরা নতুন মেয়রের কর্মকা-কে ভালোভাবে দেখছেন না। মেয়র ফাতিহ বলেন, ‘সমালোচনা হয়তো আছে, এরপরও এ বিষয়ে তুরস্কের অনেক মানুষের সমবেদনা আছে।’

 

সর্বশেষ খবর