শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

বোরকা, নিকাব নিষিদ্ধ করার দাবি শিবসেনার

কলকাতা প্রতিনিধি

বোরকা, নিকাব নিষিদ্ধ করার দাবি শিবসেনার

শ্রীলঙ্কার মতো ভারতেও বোরকা, নিকাবসহ মুখ ঢেকে রাখে এমন সব পোশাক নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের অন্যতম শরিক দল শিবসেনা। সম্প্রতি ইস্টার সানডের প্রার্থনা চলাকালে শ্রীলঙ্কার বিভিন্ন গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৫০ জন নিহত হয়। আহতের সংখ্যা আরও পাঁচ শতাধিক। ওই ঘটনার পরই সোমবার এক নির্দেশনায় শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয় জাতীয় নিরাপত্তার জন্য এটি নিষিদ্ধ করা হয়েছে, কেননা কারও মুখ ঢাকা থাকলে তার পরিচয় চিহ্নিত করা কঠিন হয়ে যায়।

শিবসেনার মুখপত্র ‘সামনা’-এর সম্পাদকীয় কলমে বুধবার লেখা হয় ‘আমরা শ্রীলঙ্কার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও শ্রীলঙ্কার পথ অনুসরণ করার দাবি জানাচ্ছি এবং ভারতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।’

অন্যদিকে কিছু উদার মনস্ক মুসলিম নারীরা মনে করেন নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ হলো বোরকা ও নিকাব। ভারতে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও বোরকা নিষিদ্ধ করাকে সমর্থন জানিয়েছেন। যদিও  বোরকা নিষিদ্ধ করায় সন্ত্রাস বন্ধ হবে-এমনটা মনে করেন না তিনি।

উল্লেখ্য, ভারতের মোট জনসংখ্যার (১৩০ কোটি) ১৪ শতাংশ মুসলমান।

 

সর্বশেষ খবর