শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

ফণীর ভয়ে ভারতে ৪৩ ট্রেন বন্ধ

ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আশঙ্কায় ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে ৪৩টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করেছে। আগামী দুই দিন এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ (শুক্রবারের মধ্যে) দেশটির উড়িষ্যা রাজ্যের উপকূলীয় এলাকায় ফণী আঘাত হানতে পারে। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, দক্ষিণ পূর্বাঞ্চল রেলওয়ে ভারতের দক্ষিণাঞ্চল ও পুরির মধ্যে চলাচলকারী ১৭টি ট্রেনের যাত্রা বাতিল করেছে। দক্ষিণ ভারতের ২৬টি ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের নিরাপদে রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কবলে পড়ার আশঙ্কায় থাকা দুই রাজ্য উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ত্রাণবাহী গাড়ি ও ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।

 

সর্বশেষ খবর