শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

তিন-চোখা অজগর সাপের বাচ্চা

তিন-চোখা অজগর সাপের বাচ্চা

উত্তর অস্ট্রেলিয়ায় একটি মহাসড়কের ওপর তিনটি চোখওয়ালা একটি সাপ পাওয়া গেছে।

সেখানকার বন্যপ্রাণী কর্মকর্তারা অনলাইনে ছবিটি শেয়ার করেছেন।

বিশেষজ্ঞরা বলেছেন, বাচ্চা অজগর সাপটির মাথায় তিনটি চোখ ছিল এবং প্রাকৃতিকভাবেই কোষ-বিভাজনের মাধ্যমে তৃতীয় চোখটি সৃষ্টি হয়েছে। ডারউইন শহরের ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে হাম্পটি ডু শহরের কাছে ১৫ ইঞ্চি লম্বা সাপটি দেখা যায়। মাথায় তিনটি চোখ থাকার কারণে সাপটির কোনো কিছু খেতে অসুবিধা হচ্ছিল। নর্দার্ন টেরিটরি পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এই ‘আবিষ্কার’কে অ™ভুত বলে বর্ণনা করে।

সর্বশেষ খবর