শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা
ন্যাম হত্যাকাণ্ড

ভিয়েতনামি হুংও ছাড়া পেলেন

ভিয়েতনামি হুংও ছাড়া পেলেন

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে হত্যার অভিযোগে আটক ভিয়েতনামি নারী ডন থি হুংকে ছেড়ে দেওয়া হয়েছে। মালয়েশীয় কৌঁসুলিদের সঙ্গে সমঝোতার পর ন্যামকে ‘আঘাত করার’ একটি অভিযোগে দোষ স্বীকার করে নিয়েছিলেন হুং। তুলনামূলক হালকা ওই অভিযোগে সাজা মিললেও, গ্রেফতারের পর  থেকে কারাগারে থাকায় ৩০ বছর বয়সী এ নারীর দে র মেয়াদ কমে আসে। শুক্রবার তাকে ছেড়ে দেওয়া হয় বলে তার আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ন্যাম হত্যার অভিযোগে হুংয়ের সঙ্গে ২৬ বছর বয়সী ইন্দোনেশীয় নারী সিতি আইশাও গ্রেফতার হয়েছিলেন। ২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে এ দুই নারী ন্যামের মুখে বিষাক্ত তরল ভিএক্স নার্ভ এজেন্ট মেখে দেন। এর কিছুক্ষণের মধ্যেই ন্যামের মৃত্যু হয়।

হুং ও আইশা শুরু থেকেই উত্তর কোরীয় নেতার সৎ ভাইকে হত্যার অভিযোগ অস্বীকার করে আসছেন।

তাদের কৌশলে এ হত্যাকােন্ডের অংশীদার করা হয়েছে এবং টেলিভিশনে কৌতুক অনুষ্ঠানের দৃশ্যায়ন মনে করে ওই কাজ করেছিলেন বলেও দাবি তাদের।

 

 

সর্বশেষ খবর