রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

জাপান সাগরে উত্তর কোরিয়া স্বল্পপাল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। গতকাল স্থানীয় সময় সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উত্তর উপকূলীয় শহর ওনসেনের কাছে হোডো উপদ্বীপ থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়, বলেছেন দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ। ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ছিল ৭০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে। বিবিসি বলছে, ২০১৭ সালের নভেম্বরের পর থেকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ রেখেছিল। বিবিসি

সর্বশেষ খবর