শিরোনাম
বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খারিজ

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খারিজ হয়ে যাওয়ার পর দেশটির সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার সকালের দিকে সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ একটি প্যানেল রঞ্জন গগৈর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেওয়ার পর নারী আইনজীবীরা আদালতের সামনে বিক্ষোভ করেন। এ সময় অন্তত ৫৫ জনকে গ্রেফতার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিপিআইএম নেতা বৃন্দ কারাত বলেন, ‘আদালতের এ প্রক্রিয়াকে পুরোপুরি অস্বচ্ছ মনে হচ্ছে... কেন হয়রানির শিকার যারা হয়েছেন, তারা বিচার পাবেন না?’ গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের ২২ জন বিচারপতিকে হলফনামা দিয়ে এক নারী আইনজীবী রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।

সর্বশেষ খবর