বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

৮০ লাখের মধ্যে ১০ লাখ প্রজাতিই নিশ্চিহ্নের মুখে

জাতিসংঘের প্রতিবেদন

এ গ্রহের বাসিন্দা ৮০ লাখ প্রজাতি। এর মধ্যে ১০ লাখ প্রজাতি নিশ্চিহ্ন হওয়ার মুখে। আর এর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী মানুষই। গতকাল জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, বিশেষত বিশ শতকের ৭০-এর দশক থেকে খাদ্য-বস্ত্রসহ মানুষের নানান ধারার চাহিদার পরিসর বিস্তৃত হওয়ার কারণে ১০ লাখ প্রজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকির মুখে পড়েছে। ১৫ হাজার তথ্যসূত্র নিয়ে তিন বছরের গবেষণা শেষে জাতিসংঘের ইন্টারগভার্নমেন্টাল সায়েন্স পলিসি প্লাটফর্ম অন বায়োডাইভারসিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিস ১৮০০ পৃষ্ঠার ওই প্রতিবেদন হাজির করেছে।

সোমবার প্রকাশিত এর ৪০ পৃষ্ঠার সারমর্ম থেকে জানা গেছে, প্রাণিজগতের ২৫ ভাগ প্রজাতিই মানুষের কারণে বিপন্নতার মধ্যে রয়েছে। স্থল, জল কিংবা আকাশ; সবখানেই মানুষের কারণে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে বিভিন্ন প্রজাতি।

সর্বশেষ খবর