বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

মোদি আম্বানিদের চৌকিদার : রাহুল

ভারতে চলছে লোকসভা নির্বাচন। দেশটির প্রধান নেতারা তাদের নির্বাচনী প্রচারে গিয়ে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। গতকাল কংগ্রেসপ্রধান রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে মন্তব্য করেছেন, বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে এনে দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন। ক্ষমতা শেষ করতে চলেছেন কিন্তু সেই টাকা ফেরানোর কোনো উদ্যোগ নেই। কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর হয়ে নির্বাচনী প্রচারে পুরুলিয়ার কোটশিলায় রাহুল বলেন, ‘পাঁচ বছর ধরে  চৌকিদার সেজে বসে রয়েছেন মোদি। কিন্তু চৌকিদারি করছেন শুধু আম্বানিদের (ভারতের সবচেয়ে ধনী পরিবার)। গরিব মানুষকে নিয়ে মাথাব্যথা নেই ওঁর।’ তিনি আরও বলেন, বিদেশে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে এনে দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কেউ কি সেই টাকা পেয়েছেন? উল্টো অনিল আম্বানির অ্যাকাউন্টে ৩০ হাজার কোটি টাকা ঢুকিয়ে দিয়েছেন।

সর্বশেষ খবর