বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

শ্রীলঙ্কায় খ্রিস্টান-মুসলিম উত্তেজনা প্রশমিত

শ্রীলঙ্কার নেগোম্ব শহরে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মুসলিম মালিকানাধীন অনেক দোকান, বাড়িঘর ও গাড়িতে হামলা হয়েছে। এরপর সেখানে সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে রোমান ক্যাথলিক চার্চ। একই সঙ্গে গত সোমবার থেকে সেখানে মদ বা অ্যালকোহল বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে। এই চার্চে গত ২১ এপ্রিল সন্ত্রাসী হামলায় বহু মানুষ হতাহত হয়।

সর্বশেষ খবর