বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা
‘রাজীব গান্ধী ভ্রষ্টাচারী’

মোদির মন্তব্যের প্রতিবাদ রক্তে লেখা চিঠিতে

সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে নরেন্দ্র মোদির করা ‘বাজে মন্তব্যের’ প্রতিবাদ জানিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে রক্ত দিয়ে লেখা একটি চিঠি পাঠিয়েছেন আমেথির এক যুবক। তার নাম মনোজ কাশ্যপ। তিনি শাহগড়ের বাসিন্দা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মোদি যেন এর পর থেকে আর এ ধরনের আপত্তিকর মন্তব্য না করেন, সেজন্য কমিশনের নির্দেশনাও দাবি করেছেন তিনি। রাজীব আমেথি ও ভারতের জনগণের হৃদয়ে থাকেন বলেও চিঠিতে মন্তব্য করেছেন। সম্প্রতি এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের সাবেক শীর্ষ নেতা রাজীব গান্ধীকে ‘ভ্রষ্টাচারী নম্বর ওয়ান’ বলার পর থেকেই ভারতের রাজনীতি বেশ উত্তপ্ত।

কংগ্রেস এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েও মোদিকে ক্ষমা চাওয়াতে পারেনি। এর মধ্যেই মনোজ রক্তে লেখা চিঠিটি কমিশনকে পাঠান। রাজীবকে নিয়ে মোদির এ মন্তব্য ‘মানসিকভাবে ভয়াবহ আঘাত’ দিয়েছে বলে চিঠিতে জানান এ যুবক। সাবেক প্রধানমন্ত্রী রাজীবকে অপমানকারীদের আমেথির জনগণ তার (রাজীব) হত্যাকারী সমতুল্য মনে করে, বলেছেন তিনি। মনোজ তার চিঠিতে লিখেছেন, রাজীব গান্ধীই ভোটারের বয়স ১৮-তে নামিয়ে এনেছিলেন; তিনিই পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিলেন।

সর্বশেষ খবর