শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

রাহুলের নাগরিকত্ব প্রশ্নে মামলা সুপ্রিম কোর্টে খারিজ

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের সুপ্রিম কোর্টে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব প্রশ্নে করা আবেদনটি গতকাল নাকচ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, কোনো কোম্পানি কোনো ফরমে কাউকে ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করলেই সে “ব্রিটিশ” হয়ে যায় না।’ দিল্লির বাসিন্দা আবেদনকারী জয় ভগওয়ান গোয়েল ও চন্দর প্রকাশ ত্যাগী আদালতে অভিযোগ করেন, যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানি তাদের ২০০৫-০৬ সালের বার্ষিক উপাত্তের সঙ্গে সংযুক্ত ফরমে উল্লেখ করেছে যে, রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক। দ্বৈত নাগরিকত্বধারী কেউ ভারতে নির্বাচনপ্রার্থী হতে পারে না।

কাজেই লোকসভার আমেথি ও ওয়েনাড় আসনে প্রার্থিতা বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হোক। আবেদনকারীরা তাদের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘রাহুলের প্রার্থিতা স্থগিত’ করার জন্যও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রার্থনা করেছিলেন।

২০১৫ সালেও রাহুলের নাগরিকত্ব চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট ‘এটা বেহুদা এবং দীর্ঘ সময় ধরে তদন্তে সময় ক্ষেপণের চেষ্টা’ বলে মামলাটি খারিজ করে দেয়।

সর্বশেষ খবর