শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

ইরাকে বিচার হয়েছে বিভিন্ন দেশের ৫১৪ আইএস জঙ্গির

জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়া বিভিন্ন দেশের ৫১৪ জন জঙ্গির বিচার করে তাদের শাস্তি দিয়েছে ইরাক। ইরাকের সুপ্রিম কোর্ট বুধবার এক ঘোষণায় বলেছে, ২০১৮ সালের শুরু থেকে এসব বিদেশি জঙ্গির বিচার করা হয়েছে। ওই সব বিদেশি কোন দেশের সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদালত সূত্রে জানানো হয়েছে, নারী ও পুরুষ মিলে মোট ৫১৪ জঙ্গির বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে। এর বাইরে অন্য ৪৪ জনের বিচারকাজ চলছে। বেকসুর খালাস দেওয়া হয়েছে অন্য ১১ জনকে।

বিবৃতিতে জানানো হয়, আইএসের সদস্যপদ আছে শুধু এমন অভিযুক্তদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদে সময় লেগেছে ৬ মাস।

২০১৭ সালের শেষের দিকে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে ইরাক। এরপরের বছর আইএসে যোগ দেওয়া বিদেশি জঙ্গিদের বিচার শুরু করে। বহু মানুষকে তারপর থেকে যাবজ্জীবন কারাদ  দিয়ে জেলে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৫৮ বছর বয়সী ফরাসি লাহসেন আম্মার তুয়েবোদজ ও ফরাসি অন্য দুই নাগরিক। এ ছাড়া বিদেশি অন্য আইএস সদস্যকে দেওয়া হয়েছে মৃত্যুদ , যদিও এ সাজা এখনো কার্যকর করা হয়নি।

জানা গেছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এখনো আটক আছে প্রায় ১০০০ সন্দেহজনক আইএস জঙ্গি। এর বাইরে আছে ৯০০০ বিদেশি নারী ও শিশু।

সর্বশেষ খবর