সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

সোনা বোঝাই বিমান জব্দ

মরক্কোর একটি সোনাবোঝাই বিমান জব্দ করেছে সুদানের র‌্যাপিড সাপোর্ট ফোর্স। নীল নদ প্রদেশ থেকে আসা বিমানটি সুদানের রাজধানী খার্তুমে অবতরণ করে। বিমানটি থেকে ২৪১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মেজর  জেনারেল ওথমান মোহাম্মদ জানান, বিমানটিতে থাকা সোনার মধ্যে মাত্র ৯৩ কেজির রপ্তানির অনুমতি ছিল। কিন্তু বাকি সোনার কোনো আইনি অনুমোদন ছিল না। এত বিপুল পরিমাণ সোনা সুদানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর করব। পরে আইনি প্রক্রিয়া মেনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

সেনা কর্মকর্তা সোনা রপ্তানির সঙ্গে জড়িত মরক্কোর বেসরকারি কোম্পানির নাম প্রকাশ করেননি। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি শুধু বলেছেন কোম্পানিটি বৈধ এবং নিবন্ধিত। তবে মরক্কোর স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটিতে থাকা সোনার মালিক মানাজেম নামের একটি কোম্পানি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর