শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বাড়ছে তেলের দাম

হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে। আর এই উত্তেজনার মূলে ইরান ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়েই মূলই দেশ দুটির মধ্যে উত্তেজনা। আর এর ফলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, অপরিশোধিত ব্রেন্ট তেলের প্রতি ব্যারেলের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৭১.৭৫ ডলার। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ৬২.৪৮ ডলার। তেলের দামবৃদ্ধিতে ইরান-মার্কিন উত্তেজনার পাশাপাশি বিশ্বের সবচেয়ে বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি সৌদি আরামকোর ট্যাঙ্কার ও তেল উত্তোলন কেন্দ্রে হুতি বিদ্রোহীদের হামলার ভূমিকা রয়েছে। মঙ্গলবার সকালে সৌদি আরবের পশ্চিম উপকূলে ইয়ানবু বন্দরের একটি পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কার নাশকতার শিকার হয়। সৌদি স্থাপনার হামলার আগে থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সর্বশেষ খবর