শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা

সংবাদ সম্মেলনে ‘নিরুত্তর’ মোদি

সংবাদ সম্মেলনে ‘নিরুত্তর’ মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শাসনামলের ৫ বছর মেয়াদে প্রথমবারের মতো একটি সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু সেখানে তিনি একটি প্রশ্নও গ্রহণ না করে নিরুত্তর থেকেছেন। সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ। ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এখন আরেকটি লোকসভা নির্বাচন শেষ হওয়ার মুখে। এ সময়ে এসে প্রথমবারের মতো সাংবাদিক বৈঠক করে তাই ধরাছোঁয়ার বাইরেই থেকে গেলেন তিনি। সাংবাদিক বৈঠকের নিয়ম মেনে মোদি প্রশ্নের জবাব দেবেন বলে মনে করা হলেও তা গুড়ে বালি হয়েছে। সাংবাদিকদের প্রশ্ন আসতেই হাত দিয়ে অমিতের দিকে ইশারা করতেও দেখা গেছে প্রধানমন্ত্রীকে। লোকসভার সপ্তম তথা শেষ পর্বের ভোটের আগে গতকাল অমিত শাহকে নিয়ে সাংবাদিকদের মাঝে হাজির হন নরেন্দ্র মোদি। চলতি ভোট অনুষ্ঠানের মাঝে চ্যানেলে চ্যানেলে সাক্ষাৎকার দিলেও সাংবাদিক বৈঠক এর আগে করেননি তিনি। এনিয়ে মোদিকে প্রশ্নও করেছিলেন বিরোধীরা। কেন সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান মোদি? এরপরই সংবাদ সম্মেলনে দেখা গেল মোদিকে। কিন্তু সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার বদলে মোদি কেবল নিজের সরকারের অর্জনগুলোই বলে গেছেন। ঘণ্টাখানেকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন মাত্র মিনিটদশেক। বাকি সময় তিনি ছিলেন শ্রোতার ভূমিকায়।

কোনো প্রশ্নেই মুখ খোলেননি তিনি।

সর্বশেষ খবর