সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

গুহায় মোদির ধ্যান

গুহায় মোদির ধ্যান

এক মাসেরও বেশি সময়ের ভারতের লোকসভা নির্বাচনের প্রচার শেষের পরদিনই উত্তরাখণ্ডে  গিয়ে হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথের মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গুহায় বসে কিছু সময় ধ্যানও করেছেন তিনি। লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতৃত্বে রয়েছে নরেন্দ্র মোদি। গত ১১ এপ্রিল শুরু হওয়া সাত পর্বের এই নির্বাচনের শেষ ধাপের ভোট হচ্ছে রবিবার। ভোটের প্রচার শেষ হওয়ায় দুই দিনের সফরে শনিবার সকালে উত্তরাখণ্ডে  যান মোদি। উত্তরাখণ্ডে রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণিতে কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে কেদারনাথ মন্দির। এদিন পাহাড়ি পোশাক পরে মোদি প্রায় আধা ঘণ্টা কেদারনাথ মন্দিরে ছিলেন। দুপুরের পরে মন্দিরের গুহায় ধ্যানে বসেন তিনি। এদিকে ধ্যানের ছবি গণমাধ্যমে প্রকাশ করাকে  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আখ্যায়িত করে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

দেশটির কমিউনিস্ট পার্টিও। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো ওই চিঠিতে রাজ্যসভায় তৃণমূলের পক্ষ থেকে ইসিকে আহ্বান জানানো হয়েছে, যেন তারা প্রধানমন্ত্রী মোদির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেয়।

চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, কেদারনাথ মন্দিরের উন্নয়নের ‘মাস্টার প্ল্যান’ তৈরি হয়েছে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেদারনাথে গিয়ে জনসভা করেছেন। সাংবাদিক সম্মেলনও করেছেন। এভাবে সরাসরি কিংবা পরোক্ষভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর