বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

এভারেস্ট জয়ের রেকর্ড

এভারেস্ট জয়ের রেকর্ড

পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ২৪ বার আহরণ করে নিজেরই রেকর্ড ভেঙেছেন নেপালি শেরপা কামি রিতা। আরও একবার এভারেস্ট জয় করে ক্ষান্ত দিতে চাচ্ছেন তিনি। মঙ্গলবার ২৪বারের মতো ৮ হাজার ৮৫০ মিটার এভারেস্ট চূড়া জয় করেন রিতা। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এভারেস্ট চূড়া জয় করলেন রিতা। তার দুই প্রতিদ্বন্দ্বী আপা শেরপা ও পূর্বা তাশি শেরপার রয়েছে ২১ বার করে এভারেস্ট জয়ের রেকর্ড। এভারেস্টের কাছের একটি গ্রামে বেড়ে ওঠেন ৪৯ বছর বয়সী শেরপা রিতা। ১৯৯৪ সালে প্রথম এভারেস্ট চূড়ায় উঠেছিলেন তিনি। এরপর প্রতি বছরই অনেকটা নিয়ম করে সর্বোচ্চ পর্বতশৃঙ্গে চড়েন। হিমালয়ের নেপালি এলাকায় বসবাস করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শেরপারা। পাহাড়ে চড়ায় ওপরে ওঠার ক্ষেত্রে এক ধরনের সক্ষমতা তৈরি হয় তাদের। অন্য এভারেস্ট আরোহীদের গাইড হিসেবে কাজ করেন তারা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর