শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

‘ইরানের সঙ্গে যুদ্ধ আসন্ন’ ধারণা অধিকাংশ মার্কিনির

যুক্তরাষ্ট্র ‘আগামী কয়েক বছরের মধ্যে’ ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে বলে ধারণা অধিকাংশ মার্কিন নাগরিকের। দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে পরিচালিত এক জরিপের মাধ্যমে মার্কিন নাগরিকদের মতামত যাচাই করার চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস। মঙ্গলবার এ জরিপের ফল প্রকাশ করা হয়। ১৭ থেকে ২০ মে এ জরিপ করা হয়। এতে হাজারেরও বেশি লোক অংশ নেয়। এবং প্রায় সবারই ধারণা কয়েক বছরের মথ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধবে যুক্তরাষ্ট্রের। জরিপে উঠে এসেছে মার্কিনিদের কাছে আগের চেয়ে এ ধারণা বন্ধমুল হচ্ছে যে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি নিরাপত্তা হুমকি। তবে ইরানি সামরিক বাহিনীর ওপর আগ বাড়িয়ে হামলার বিষয়ে তাদের অধিকাংশেরই সমর্থন নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় বিশ্বশক্তি ও ইরানের মধ্যে স্বাক্ষরিত আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর থেকে   ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ফের বাড়তে শুরু করে। চলতি বছরের মে-তে ট্রাম্প তার ইরানবিরোধী অবস্থান আরও জোরদার করে ইরানের তেল রপ্তানির ওপর সব নিষেধাজ্ঞা ফের পুনর্বহাল করার পর উত্তেজনা আরও বৃদ্ধি পায়। সম্ভবত ইরান যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্যের পর পারস্য উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী ও পারমাণবিক বোমা বহনে সক্ষম বোমারু বিমান মোতায়েনের মাধ্যমে শক্তি বৃদ্ধি করে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন স্থাপনায় কোনো ধরনের হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে ইরান।

সর্বশেষ খবর