শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

হুয়াওয়ের সঙ্গে ব্যবসা বন্ধ প্যানাসনিকের

হুয়াওয়ের সঙ্গে ব্যবসা বন্ধ প্যানাসনিকের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাধ্যবাধকতা মেনে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্যানাসনিক চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছে। হুয়াওয়ের জন্য এটি আরেক বড় ধাক্কা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে ‘কালো তালিকাভুক্ত’ করে। এ কারণে দেশটিতে লাইসেন্স ব্যতীত কোনো পণ্য কেনাবেচা করার সুযোগ পাবে না হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র আরোপিত ওই নিষেধাজ্ঞা যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ পর্যন্ত পণ্য ব্যবহার করে তারা মানতে বাধ্য। গতকাল বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুয়াওয়েকে আটকানোর প্রচেষ্টার আরেকটি অংশ হিসেবে দেখা হচ্ছে একে। যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। প্যানাসনিকের পক্ষ থেকে অভ্যন্তরীণভাবে বলা হচ্ছে, মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় থাকা হুয়াওয়ে ও তার সহযোগী ৬৮ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তারা বন্ধ করবে।

১৫ মে ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত করে। এর ফলে সরকারি অনুমোদন ছাড়া মার্কিন সংস্থা থেকে প্রযুক্তিসেবা নেওয়ার পথ বন্ধ করা হয় হুয়াওয়ের জন্য।

সর্বশেষ খবর