শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

এবারও বিরোধীদলীয় নেতা পাচ্ছে না লোকসভা

বিরোধী নেতা হতে প্রয়োজন ৫৫টি আসন

২০১৪ সালের ১৬তম লোকসভার মতো এবারও টানা দ্বিতীয়বারের মতো বিরোধী দলের নেতা বঞ্চিত থাকতে যাচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষকে। বৃহস্পতিবার ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন জোটের বড় জয়ের পর দ্বিতীয় একক বড় দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে কংগ্রেস। তারা পেতে যাচ্ছে ৫১টি আসন। ৫৪২ আসনের লোকসভায় বিরোধী নেতা নির্বাচন করতে হলে কোনো দলের অন্তত ৫৫টি আসন থাকা দরকার। সেই হিসেবে কংগ্রেস থেকে বিরোধীদলীয় নেতা নির্বাচনে আরও ৪ আসনের দরকার হলেও তা সম্ভবত পাচ্ছে না দলটি। ভারতে বিরোধীদলীয় নেতা একটি সাংবিধানিক নিয়োগ। কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, ন্যাশনাল হিউম্যানরাইট কমিশন এবং ন্যাশনাল জুডিশিয়াল নিয়োগ কমিশনের অংশ এই বিরোধীদলীয় নেতা। গত নির্বাচনে অবশ্য কংগ্রেস এর চেয়েও কম আসন পেয়েছিল। তারও আগে জওহরলাল নেহরু ও রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় পার্লামেন্টে কোনো বিরোধীদলীয় নেতা ছিল না।

সর্বশেষ খবর