মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

যুদ্ধ নয়, ইরানের সঙ্গে সমঝোতায় আগ্রহী ট্রাম্প

যুদ্ধ নয়, ইরানের সঙ্গে সমঝোতায় আগ্রহী ট্রাম্প

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একাধিক বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। যা যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে যুদ্ধ নয়, ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান সফরে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে ওই কথা বলেন ট্রাম্প। শনিবার চার দিনের সফরে জাপানে যান ট্রাম্প। গতকাল আবের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহের কথা প্রকাশ করেন। আবেকে ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, ইরান আলোচনা করতে চায়। তারা আলোচনা করতে চাইলে আমরাও আলোচনা করতে চাই।’ যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা বলেছেন, ‘তারা ইরানের ফোনের অপেক্ষায় আছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পও চাচ্ছেন কথা বলতে। কিন্তু ফোনটি ইরান থেকেই যে আসতে হবে। আর একটি ফোন এলেই শান্তির প্রক্রিয়া শুরু হবে।’

সর্বশেষ খবর