বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

ভারত কি পাকিস্তানকে একঘরে করেছে!

ভারতের নির্বাচনে বিপুল বিক্রমে জয় পেয়ে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদির দল। আরও বেশি ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথও নিচ্ছেন। শপথে প্রতিবেশী সব অনেক দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তাতে বাদ পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু এই দাওয়াত না দেওয়াকে খুব ভালোভাবে নিচ্ছেন না বিশ্লেষকরা। আবার একটি প্রশ্ন উঁকি দিয়েছে তবে কি সত্যিই পাকিস্তানকে একঘরে করে ফেলছে ভারত! কিন্তু এবার দৃশ্যত মনে হচ্ছে, সেদিকেই এগিয়ে যাচ্ছে তারা।

আজকের শপথে বাংলাদেশসহ বিমসটেকভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ নেওয়ার পর সিঙ্গাপুরের বিশকেকে আয়োজিত সাংহাই  কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদি। সেখানে সম্মেলনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত থাকবেন। কিন্তু তার সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক করবেন না মোদি। ভারত ও পাকিস্তান একে অন্যের চির বৈরী। কিন্তু বিষয়টি কঠিন আকার ধারণ করেছে সম্প্রতি। গত ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর কমপক্ষে ৪০ জন সদস্য নিহত হন। এর জন্য দায়ী করা হয় পাকিস্তানকে। এই উত্তেজনা পরে ভয়াবহ যুদ্ধের রূপ নেয়। আশঙ্কায় কাঁপতে থাকে পুরো অঞ্চল, এমনকি সারা বিশ্ব। এর পরই পাকিস্তানকে একঘরে করতে উঠেপড়ে লাগে ভারত। ভূ-রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে ভারতের বড় শত্রু চীন। কিন্তু এসসিও বৈঠকে ঠিকই চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক হচ্ছে। আর এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আপাতত পাকিস্তানের আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই।

সর্বশেষ খবর