বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

ম্যাক্রোঁ-মেরকেল বিরোধ

ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের পর পরবর্তী কমিশনের প্রেসিডেন্ট কে হবেন, এ নিয়ে বিরোধী অবস্থান ফরাসি ও জার্মান নেতাদের। সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিকেই স্বয়ংক্রিয়ভাবে প্রেসিডেন্ট ঘোষণা করতে নারাজ ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রোঁ। এদিকে ইইউ-র বিশেষ শীর্ষ সম্মেলনের আগে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেছেন, তিনি নির্বাচনে জয়ী দলের শীর্ষ প্রার্থীকে প্রেসিডেন্ট মনোনীত করার পক্ষেই রয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও ইইউ-র প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাচনের জন্য সংস্থাটির নেতাদের ব্রাসেলসে বৈঠকে বসার কথা? জার্মান চ্যান্সেলর বলেন, তার সিডিইউ-সিএসইউ জোট ঐক্য এতদিন চলে আসা ‘স্পিৎসেনকান্ডিডাট’ অর্থাৎ জয়ী দলের প্রস্তাব করা প্রার্থীকে কমিশনের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়াকেই সমর্থন করেন? কিন্তু ফ্রান্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট ‘স্বয়ংক্রিয়’ এই নির্বাচন ব্যবস্থার পক্ষে নন।

সর্বশেষ খবর