শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

ড্রোন আলোয় আকাশ ভরা

ড্রোন আলোয় আকাশ ভরা

আধুনিক নানা প্রযুক্তির উদ্ভাবন আর তার প্রয়োগে বিশ্বকে বার বার বিস্মিত করেছে চীন। এবার চীন ড্রোন ব্যবহার করে রাতের আকাশে ফুটিয়ে তুলল প্রজাপতি থেকে ভালোবাসার প্রতীক।

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে আকাশে আলোর সজ্জা। বার বার তার রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। কখনো তা কোনো নারী-পুরুষের আকার নিচ্ছে, কখনো সেখানে ফুটে উঠছে পৃথিবীর অবয়ব।    কিছুক্ষণের মধ্যেই তা আবার পরিবর্তন হয়ে   যাচ্ছে অন্য সজ্জায়। চীনের গুইঝো প্রদেশের গুইয়াং শহরে সোমবার এ আলোর প্রদর্শনীর আয়োজন হয় হয়। এতে ওড়ানো হয়েছিল ৫২৬টি ড্রোন। চীনের আন্তর্জাতিক বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো ২০১৯-এর অংশ হিসেবে এ প্রদর্শনী। আজ এ প্রদর্শনী শেষ হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর