শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের অভিশংসন নিয়ে নতুন উদ্যোগ

ট্রাম্পের অভিশংসন  নিয়ে নতুন উদ্যোগ

যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার মার্কিন নির্বাচনে রাশিয়া আঁতাত নিয়ে দুই বছর তদন্ত করেন। মাস দুয়েক আগে তিনি সেই তদন্তের প্রতিবেদন মার্কিন অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেন। প্রাথমিকভাবে অ্যাটর্নির অফিস থেকে জানানো হয়, তদন্তে ট্রাম্পের কোনো দোষ পাওয়া যায়নি। কিন্তু অ্যাটর্নির ওই বক্তব্যের পর রবার্ট মুলার বলছেন অন্য কথা। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ‘অপরাধ করেননি’ এ ধরনের কোনো কথা বলেননি। আর ট্রাম্প কোনো অপরাধ করেছেন, এমন কোনো উপসংহার টানেননি। বিচার বিভাগের নীতিমালা অনুযায়ী কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অভিযুক্ত করা তার ক্ষমতার মধ্যে পড়ে না। বুধবার ওয়াশিংটনে এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন মুলার। তিনি এও বলেন, এ বিষয়ে বক্তব্য দিতে তিনি কংগ্রেসের সামনে যেতে রাজি নন। ফলে মুলারের বক্তব্যের পর ট্রাম্পের বিষয়ে কী সিদ্ধান্ত বর্তাবে তা কংগ্রেসের কোর্টে চলে গেছে। বিরোধী ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার দাবি নতুন করে তুলেছেন। একাধিক ডেমোক্রেটিক নেতা বলেছেন, মুলারের বক্তব্য থেকে এটা স্পষ্ট তিনি চান ট্রাম্প অপরাধী কি না, সে সিদ্ধান্ত কংগ্রেসই নিক। আর তার জন্য অভিশংসনপ্রক্রিয়া শুরুর কোনো বিকল্প নেই।

সর্বশেষ খবর