শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

জোট গঠনে ব্যর্থ নেতানিয়াহু ইসরায়েলে পুনর্নির্বাচন

জোট গঠনে ব্যর্থ নেতানিয়াহু ইসরায়েলে পুনর্নির্বাচন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গঠন করতে জোট তৈরি করতে ব্যর্থ হয়েছেন। তাই ইসরায়েলে নতুন করে আবার নির্বাচন হবে। এরই মধ্যে দেশটির এমপিরা পার্লামেন্ট বিলুপ্ত করার পক্ষে ভোট দিয়েছেন। ফলে নতুন করে আবার নির্বাচন হবে সেখানে। সেই নির্বাচন হবে আগামী ১৭ সেপ্টেম্বর। ইসরায়েলের ইতিহাসে এটাই প্রথম ঘটনা, যেখানে প্রধানমন্ত্রী হতে যাওয়া একজন নেতা জোট গঠনে ব্যর্থ হলেন।

গত ৯ এপ্রিল ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ইসরায়েলি পার্লামেন্ট কেনেসেটের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩৫ আসনে জয় পায়। সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্তত ৬১টি আসন পেতে হলেও ইসরায়েলের ইতিহাসে কোনো দলই কখনো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনের ফলাফলে ডানপন্থি জোট গঠনের মাধ্যমে নেতানিয়াহুর সামনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়, কিন্তু বুধবার মধ্যরাতের নির্ধারিত সময়ের মধ্যে জোট গঠনে ব্যর্থ হন তিনি। এরপরই নবনির্বাচিত আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেয়।

সর্বশেষ খবর