শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

বিজেপি রুখতে মমতা গড়ছেন দুই বাহিনী

সন্ত্রাসের বদলা নেব রাজ্যে শান্তি ফিরিয়ে এনে। বন্ধ করব বিজেপির অত্যাচার, নির্যাতন।

বিজেপি রুখতে মমতা গড়ছেন দুই বাহিনী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার বিজেপিকে রুখতে দুটি বাহিনী গড়ার কথা বলেছেন। একটি ‘জয় হিন্দ বাহিনী’ আর অন্যটি ‘বঙ্গজননী বাহিনী’। জয় হিন্দ বাহিনীর পুরুষ সদস্যরা পরবেন সাদা পায়জামা-পাঞ্জাবি আর বঙ্গজননী বাহিনীর নারীরা পরবেন গঙ্গা-যমুনা পাড়ের শাড়ি। রাজ্যজুড়ে বিজেপির দেওয়া ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা ‘জয় হিন্দ’ ধ্বনি দেওয়া হবে। ইন্টারনেট।

মমতা বলেন, জয় হিন্দ বাংলা ও হিন্দি ভাষায় চলে। এটি ছিল নেতাজি সুভাষ চন্দ্রের কথা। দেখা হলে বা কথা হলে এবার থেকে কুশল বিনিময়ে বলতে হবে জয় হিন্দ। মমতা প্রশ্ন ছুড়ে দেন, ‘কেন আমরা বিজেপির স্লোগান মানব?’

মমতা বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে তৃণমূল আয়োজিত একটি অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ঘোষণা দিয়েছেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে একটি আসনও পাবে না, পাবে শূন্য।’ এবারের লোকসভা নির্বাচন ঘিরে যারা বিজেপির অত্যাচারে বারাকপুর আসনের বিভিন্ন অঞ্চলে ঘরছাড়া হয়েছেন, তাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানান মমতা। তৃণমূলের ডাকা ঘরছাড়াদের এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে মমতা বলেন, ‘এ রাজ্যে বিজেপির স্থান হবে না। বিজেপিকে হটিয়ে দেবে রাজ্যবাসী।’

মমতা আরও বলেছেন, ‘২০১১ সালে আমরা ক্ষমতা গ্রুহণের পর ঘোষণা দিয়েছিলাম, বদলা নয়, বদল চাই। এবার বলছি, সন্ত্রাসের বদলা নেব রাজ্যে শান্তি ফিরিয়ে এনে। বন্ধ করব বিজেপির অত্যাচার, নির্যাতন।’ তিনি আরও বলেছেন, ‘বিজেপির টাকা নিয়ে এ দিন নৈহাটি-ভাটপাড়ায় কিছু মানুষ আমার গাড়ির সামনে হামলা করতে এসেছিল। কিন্তু আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিইনি।’

সর্বশেষ খবর