সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

ভারতের জিএসপি সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

বুধবার থেকে কার্যকর

উন্নয়নশীল দেশ হিসেবে ভারতকে দেওয়া বিশেষ বাণিজ্য সুবিধা ‘জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভারতের জিএসপি সুবিধা বাতিলের ঘোষণা দেন। আগামী বুধবার থেকে এই ঘোষণা কার্যকর হবে। জিএসপি বাতিলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের ‘গ্রহণযোগ্য’ প্রবেশের বিষয়টি নিশ্চিত করেনি দেশটি। যে কারণে, ভারতকে দেওয়া বিশেষ বাণিজ্য সুবিধা প্রত্যাহার করে নেওয়া হলো বলে জানান তিনি। ট্রাম্পের এ পদক্ষেপকে ‘দুঃখজনক’ উল্লেখ করে ভারত সরকার জানিয়েছে, তারা ওয়াশিংটনের সঙ্গে একটি দৃঢ় বাণিজ্য সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে

কী সুবিধা পেত ভারত : জিএসপির সুবিধার আওতায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় ছয় বিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারত। ভারতীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জিএসপি সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি বাবদ দেশটি প্রতি বছর প্রায় ২৫০ মিলিয়ন ডলার মুনাফা করত।

ভারতের ‘রক্ষণশীল বাণিজ্য নীতি’ : চলতি বছরের ফেব্রুয়ারি থেকে স্থানীয় ব্যবসা ও শিল্পকে প্রণোদনা প্রদানের অংশ হিসেবে নানামুখী পদক্ষেপ নেয় ভারত সরকার। এ সময় দেশটিতে ই-কমার্স খাতের বিদেশি বিনিয়োগকারীদের জন্য আলাদা নিয়ম চালু করে ভারত সরকার। ফলে ব্যবসায়িক চাপের মুখে পড়ে আমাজন ও ফ্লিপকার্টের মতো প্রতিষ্ঠানগুলো। গত বছর, ভারত সরকার ভিসাকার্ড এবং মাস্টারকার্ড প্রদানকারী ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে ভারতীয় কার্ড ব্যহারকারীদের তথ্য শুধুমাত্র ভারতের অনলাইন সার্ভারে জমা রাখার আদেশ দেয়। আদেশের পর এ খাতের সংশ্লিষ্ট আমেরিকান প্রতিষ্ঠানগুলো তীব্র প্রতিবাদ জানায়। আর এর ফলেই ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে এই ব্যবস্থা নিল।

 

সর্বশেষ খবর