মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

অর্থনৈতিক উপদেষ্টা হ্যাসেটের পদত্যাগের ঘোষণা দিলেন ট্রাম্প

হোয়াইট হাউস উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কেভিন হ্যাসেট ‘শিগগিরই’ পদত্যাগ করতে যাচ্ছেন। রবিবার টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ  ঘোষণা দিয়েছেন। তবে নিজের প্রশাসনের উচ্চ পর্যায়ের এ কর্মকর্তা কেন পদত্যাগ করবেন সে ব্যাপারে কিছু জানাননি ট্রাম্প। ইউরোপ সফরের অংশ হিসেবে রবিবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা করেন ট্রাম্প। বিমানে থাকা অবস্থায় টুইটারে তিনি জানান, হোয়াইট হাউস উপদেষ্টা পরিষদের  চেয়ারম্যান কেভিন হ্যাসেট ‘শিগগিরই’ পদত্যাগ করবেন। ট্রাম্প লিখেছেন, ‘আমার ও প্রশাসনের জন্য ভালো ভালো কাজ করেছেন কেভিন হ্যাসেট। শিগগিরই তিনি পদত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র ফিরে আসার পর পরই তার স্থলাভিষিক্ত করার জন্য মেধাবী কারও নাম ঘোষণা করব।’ হ্যাসেটের কাজের জন্য টুইটারে তাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তাকে ‘সত্যিকারের বন্ধু’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

তবে ট্রাম্প কাকে হ্যাসেটের স্থলাভিষিক্ত করতে যাচ্ছেন সে ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তার টুইট থেকে। ২০১৭ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে তার প্রশাসন থেকে একের পর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ সদস্য বরখাস্ত হয়েছেন কিংবা পদত্যাগ করেছেন। এ বছর বরখাস্তকৃত বা পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কির্সটজেন নিয়েলসেন, হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক বিল শাইন ও স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রধান লিন্ডা ম্যাকমাহন।

 

 

 

সর্বশেষ খবর