শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

এবার সম্রাট আকবরের পেছনে লেগেছে বিজেপি নেতা

এবার সম্রাট আকবরের পেছনে লেগেছে বিজেপি নেতা

ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির নেতাদের বিষোদগার পুরনো নয়। নতুন করে আবার সেই ঘটনা ঘটিয়েছেন রাজস্থান বিজেপির সভাপতি মদনলাল সাইনি। বৃহস্পতিবার জয়পুরে পমবারের রাজা মহারাণা প্রতাপ সিংহের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বিজেপি নেতা সাইনি মুঘল সম্রাট আকবরকে ‘নারীলিপ্সু’ একটি চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেন। তার দাবি, আকবর ‘নারীসঙ্গ উপভোগ’ করার জন্যই মীনা বাজার চালু করেছিলেন এবং প্রায়ই তিনি সেখানে ছন্দবেশে ঢুঁ দিতেন। কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, সাইনির এ মন্তব্যে যথারীতি প্রতিবাদ এসেছে কংগ্রেসের পক্ষ থেকে। ভারতের প্রাচীন এ দলটি বলছে, আকবর সম্পর্কে সাইনির মন্তব্য ‘ইতিহাসের বিকৃতি ঘটিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা’। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর নানা কারণেই আলোচিত। ১৫৪২ সালের ১৫ অক্টোবর অমরকোটে জন্ম নেওয়া আকবর বাবা দ্বিতীয়  মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর যখন সিংহাসনে আরোহণ (১৫৫৬ সালের ১১ ফেব্রুয়ারি) করেন, তখন তার বয়স ১৩ বছর। বিভিন্ন ইতিহাসবিদের তথ্য মতে, বৃদ্ধ বয়স পর্যন্ত আকবরকে নিজের সিংহাসন রক্ষা করা ছাড়াও বিভিন্ন রাজ্যের বিদ্রোহ দমন, রাজ্য বিস্তার, শত্রুর আক্রমণ মোকাবিলাতেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে। সে সময় রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক রাখার স্বার্থে আকবর বিভিন্ন রাজবংশের রাজকন্যাদের বিয়েও করেন। সমাজ সংস্কারমূলক বিভিন্ন অবদানের জন্য ইতিহাসে তাকে ‘মহান আকবর’ বা ‘আকবর দ্য গ্রেট’ও বলা হয়ে থাকে। এ জায়গাটিতেই আপত্তি বিজেপি নেতা মদনলাল সাইনির।

সর্বশেষ খবর