শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা
সুদান সংকট

শতাধিক বিক্ষোভকারীর প্রাণহানি, সংকট বাড়ছে

সুদানে ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন শুরু হওয়ার পর থেকে যে সংকটের সৃষ্টি হয়েছে, তা এখনো অব্যাহত আছে। গত এপ্রিল মাসে আন্দোলনের মুখে পদত্যাগ করেন বশির। এরপর ক্ষমতা চালাচ্ছে সামরিক   কাউন্সিল। কিন্তু সাধারণ মানুষ দ্রুত নির্বাচন দিয়ে বেসামরিক   প্রশাসনের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। এরপর গত দুই মাসের মধ্যে এ সপ্তাহে সুদানে সবচেয়ে সহিংস বিক্ষোভ হয়েছে। সুদানে নিরাপত্তা বাহিনীর হাতে গত কয়েক দিনে ৬০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হবার পর আফ্রিকান ইউনিয়ন (এইউ) সুদানের সদস্যপদ সাময়িকভাবে বাতিল করেছে।

এইউ বলছে, বেসামরিক নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন না করা পর্যন্ত সুদানকে ইউনিয়ন থেকে সাসপেন্ড করা হয়েছে এবং এটাই এ সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। রাজধানী খার্তুমে কয়েকদিন ধরে চলা বিক্ষোভে ৬১ জন নিহত হয়েছে বলে সরকার বলছে, তবে বিক্ষোভকারীদের সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তাররা বলছেন নিহতের সংখ্যা শতাধিক। গত কয়েকদিনে সুদানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ব্যাপক হতাহতের খবর আসতে থাকলেও কর্তৃপক্ষ তেমন কিছু বলেনি।

সর্বশেষ খবর