শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা
তেলেঙ্গানায় কংগ্রেসে ভাঙন

টিআরএস-এ যোগ দিলেন ১২ বিধায়ক

লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের ধাক্কা সামলানোর আগেই রাহুল গান্ধীর দল কংগ্রেসের অভ্যন্তরে কোন্দলের বিষয়টি সামনে আসে। পাঞ্জাবে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ও মন্ত্রী নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্ব এরই মধ্যে প্রকাশ্যে চলে এসেছে। আর এবার কংগ্রেস ধাক্কা খেল দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায়। ওই রাজ্যের বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৮। এর মধ্যে ১২ জন কংগ্রেস ছেড়ে টিআরএস-এ যোগ দিয়েছেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো  শোচনীয় পরাজয় হয়েছে রাহুলের দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। পূর্ববর্তী লোকসভা নির্বাচনের তুলনায় এবার আসন সংখ্যা আরও বাড়িয়েছে নরেন্দ্র  মোদির দল বিজেপি। গতবার এককভাবে ২৮২ আসন পাওয়া এ দলটি এবার পেয়েছে ৩০৩টি আসন। আর কংগ্রেস পার্টি আগেরবারের চেয়ে আটটি আসন বেশি  পেলেও পার্লামেন্টে প্রধান বিরোধী দল হওয়ার মতো প্রয়োজনীয় আসন পূরণ করতে পারেনি।

সর্বশেষ খবর