শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

রাতারাতি গায়েব ৭৫ ফুটের লোহার ব্রিজ!

রাতারাতি গায়েব ৭৫ ফুটের লোহার ব্রিজ!

রাশিয়ার আর্টিক অঞ্চলে উম্বা নদীর উপর তৈরি করা হচ্ছিল একটি ব্রিজ। বেশ কিছুদিন ধরেই চলছিল সেই ব্রিজ তৈরির কাজ। কাজ প্রায় শেষ হয়েই এসেছিল। হঠাৎই দেখা গেল ব্রিজের প্রায় ৭৫ ফুট অংশ গায়েব! রাশিয়ার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ভিকে-তে গায়েব হয়ে যাওয়া সেতুর অংশ পোস্ট করেন এক ব্যক্তি। তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে ঘুরতে থাকে ওই ব্রিজের ছবি। এরপরই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে সে দেশের প্রশাসন। শেয়ার হওয়া সেতুর সেই ছবিতে দেখা যাচ্ছে, নদীর উপর থাকা ব্রিজের মধ্যবর্তী অংশ গায়েব। সেই অংশের একটি টুকরো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে উম্বা নদীর জলে।

ব্রিজের এ রকমভাবে গায়েব   হয়ে যাওয়া দেখে চিন্তায়  পড়েছেন সেখানকার স্থানীয় প্রশাসন। কী করে ব্রিজটির এমন অবস্থা হলো তা জানতে তদন্তও শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কোনো ভাবেই ব্রিজের কোনো অংশ এ ভাবে ভেঙে পড়ে না। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্রিজের এমন অবস্থা বলে মনে করছেন না বিশেষজ্ঞরা।

সর্বশেষ খবর