শিরোনাম
রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা

অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো চুক্তি

অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো চুক্তি

দুই শিশু সন্তান নিয়ে অপেক্ষায় অবৈধ অভিবাসী এক মেক্সিকান মা -এএফপি

মার্কিন সীমান্তে শরণার্থীর স্রোত ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে রাজি হয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে শুল্কের খাঁড়া থেকে নিজেদের সরিয়ে নিতে সক্ষম হয়েছে মেক্সিকো। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সীমান্তে শরণার্থীর স্রোত আটকাতে মেক্সিকো রাজি হওয়ায় দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপের প্রস্তাব ‘অনির্দিষ্ট সময়ের জন্য’ স্থগিত রাখার কথাও বলেছেন তিনি। টুইটারে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ডও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে বিবিসি। ওয়াশিংটনের এব্রার্ডের সঙ্গে ট্রাম্প প্রশাসনের তিনদিনের বৈঠকের পর এ চুক্তি হলো। গত মাসে ট্রাম্প সীমান্তে অবৈধ শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ব্যবস্থা না নিলে মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে প্রতি মাসে ৫ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এ হারে বাড়তে থাকলে অক্টোবরের মধ্যেই মেক্সিকোর পণ্যগুলোকে যুক্তরাষ্ট্রে ঢুকতে ২৫ শতাংশ শুল্ক দিতে হতো। শুক্রবার দুই দেশের এক যৌথ বিবৃতিতে মার্কিন সীমান্তে শরণার্থীর স্রোত ও মানবপাচার থামাতে মেক্সিকো ‘অভূতপূর্ব পদক্ষেপ’ নিতে রাজি হয়েছে বলে জানানো হয়। চুক্তির ফলে মেক্সিকো সোমবার থেকে দেশজুড়ে ন্যাশনাল গার্ড মোতায়েন করবে বলেও জানিয়েছে বিবিসি। বাহিনী মোতায়েনে অগ্রাধিকার দেওয়া হবে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তকে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে শরণার্থী মর্যাদা প্রত্যাশীদের মেক্সিকোতে পাঠানো এবং এ সংক্রান্ত আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানেই অপেক্ষমাণ রাখার কর্মসূচিও বিস্তৃত করবে ওয়াশিংটন।

বিবিসি

 মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বাড়ানোর হুমকির মধ্যেই গত সপ্তাহে মেক্সিকোর বামপন্থি প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাদর তার দেশের উত্তর সীমান্তের নিরাপত্তা জোরদারে রাজি হয়েছিলেন। বিবিসি

সর্বশেষ খবর