রবিবার, ৯ জুন, ২০১৯ ০০:০০ টা
শ্রীলঙ্কায় বোমা হামলা

তদন্ত ঠেকানোর হুমকি প্রেসিডেন্ট সিরিসেনার

শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিনে বোমা হামলার ঘটনায় নিরাপত্তা ত্রুটি নিয়ে সংসদীয় তদন্ত কমিটিকে সহায়তা না করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গতকাল দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ২১ এপ্রিলের ভয়াবহ হত্যাযজ্ঞ তদন্তে সংসদীয় বাছাই কমিটির বিরোধিতা করে শুক্রবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন সিরিসেনা। ইস্টার সানডের ওই বোমা হামলায় অন্তত ২৫৮ জন্য নিহত ও আরও প্রায় ৫০০ জন আহত হন। দেশটির মন্ত্রিসভার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, কমিটির কাছে দেশটির পুলিশ, সেনা অথবা গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষ্য না দেওয়ার নির্দেশ দিয়েছেন সিরিসেনা। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলছে, কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সিরিসেনার জরুরি ওই বৈঠক শেষ হয়েছে। তবে সংসদীয় তদন্ত কমিটিকে স্থগিত করতে সরকার রাজি হয়নি।

মন্ত্রিসভার উত্ত্যক্ত বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করেনি সিরিসেনার কার্যালয়। তবে প্রেসিডেন্ট সিরিসেনা কোনো কর্মকর্তাকেই ওই তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে দেবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইসলামি মৌলবাদীদের সম্ভাব্য হুমকি ঠেকাতে নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির বৈঠক করতে প্রেসিডেন্ট সিরিসেনা ব্যর্থ হয়েছেন বলে গত সপ্তাহে দেশটির গোয়েন্দা বাহিনীর প্রধান সিসিরা মেন্ডিস মন্তব্য করেন। ২১ এপ্রিলের হামলার ব্যাপারে গোয়েন্দা বাহিনী আগাম সতর্ক বার্তা দিলেন প্রেসিডেন্ট সিরিসেনা সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। তার এই ব্যর্থতার পর ওই সময় ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই হামলার পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে।

সর্বশেষ খবর